শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ৬ জুন ২০২৪

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

ছবি: ইন্টারনেট

স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উত্থাপন হয়েছে।সুখী, সমৃদ্ধ, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারস্লোগানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এবারের বাজেটের পরিমাণ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার ( জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট উত্থাপন করেছেন আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

বাজেট পূর্ব প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, শুধু শুধু অতিরিক্ত বড় বাজেট নয়,অকারণে অর্থের পরিমাণ বাড়িয়ে লাভ নেই। তাই বাজেটের আকার কমিয়ে আনা হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট। বৃহস্পতিবার ( জুন) সকালে তিনি এসব কথা বলেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়