মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মেট্রোরেলের টিকিটে ভ্যাট, বাড়তে পারে ভাড়া

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ৬ এপ্রিল ২০২৪

মেট্রোরেলের টিকিটে ভ্যাট, বাড়তে পারে ভাড়া

ছবি সংগৃহীত

চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপ হতে যাচ্ছে।

মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ রয়েছে, যার সময়সীমা আগামী ৩০শে জুন শেষ হবে। ২০২২ সালের ২৮শে ডিসেম্বর থেকে ওই সুবিধা দিয়ে আসছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিন্তু জুন মাসের পরে ওই ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করছে প্রতিষ্ঠানটি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠির সূত্রে তথ্য জানা গেছে।

ভ্যাট অব্যাহতির সুবিধা না থাকায় এখন জনপ্রিয় গণপরিবহনটির ভাড়া আরও বাড়বে। বর্তমানে মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভ্রমণে ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়