শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দাম বাড়লো এলপিজির

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২৩

দাম বাড়লো এলপিজির

ছবি সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। সেপ্টেম্বরে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দর ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে হাজার ২৮৪ টাকা। গত আগস্টে যা ছিল হাজার ১৪০ টাকা।

রোববার ( সেপ্টেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন দাম ঘোষণা করেন।

এসময় কমিশনের সদস্য . মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, . মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০৭ টাকা ০১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। সে অনুযায়ী সাড়ে , ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ৪৫ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।

এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের মূল্যও বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটারের দাম ধার্য করা হয়েছে ৫৮ টাকা ৮৭ পয়সা। গত মাসে যা ছিল ৫২ টাকা ১৭ পয়সা।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়