শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কাতারকে এলএনজি সরবরাহ নিশ্চিতের অনুরোধ বাংলাদেশের

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২২

কাতারকে এলএনজি সরবরাহ নিশ্চিতের অনুরোধ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

কাতারকে আরও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (১২ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় দুই দেশের মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে (এফওসি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই অনুরোধ জানান।

এদিন গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের প্রবৃদ্ধির কারণে জ্বালানি চাহিদা বাড়ছে। কারণে আরও এলএনজি সরবরাহে কাতারকে অনুরোধ জানিয়েছেন শাহরিয়ার আলম। রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়েও দেশটির সমর্থন চেয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছর ঢাকা সফর করতে পারেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এদিন দোহায় বাংলাদেশ-কাতার দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন বৈঠকে তার সফরের বিষয়টি উত্থাপন করা হয়। পরে দেশটির কর্মকর্তারা আভাস দেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং কাতারের হয়ে প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি নেতৃত্ব দেন।

শাহরিয়ার আলমকে সহযোগিতা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়