শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডলারের বিপরীতে ইউয়ানের দাম সর্বনিম্ন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ১৭ আগস্ট ২০২২

আপডেট: ১২:৪৬, ১৭ আগস্ট ২০২২

ডলারের বিপরীতে ইউয়ানের দাম সর্বনিম্ন

ফাইল ফটো

চীনের অর্থনীতি ধীর হয়েছে। এ অবস্থাতেও সুদহার কমিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক (পিবিওসি)। সেই জেরে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের মান কমেছে। ৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৬ আগস্ট) চীনা মুদ্রার মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ৬ দশমিক ৭৯৫০ ইউয়ানে। গত ১৬ মে’র পর যা সর্বনিম্ন।

মিজুহো ব্যাংকের কৌশলবিদ কেন চিয়ুং বলেন, সম্প্রতি সুদের হার কমিয়েছে পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)। একে দেশের প্রবৃদ্ধির নেতিবাচক সংকেত হিসেবে গ্রহণ করেছেন ব্যবসায়ীরা। ফলে ইউয়ানের দরপতন ঘটেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ক্রমাগত সুদহার বাড়িয়ে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সেখানে উল্টো পথে হাঁটছে চীনের পিবিওসি। তাইওয়ান ইস্যুতেও দুই দেশের মধ্যে উত্তেজনা চলছেই। ফলে ডলারের বিপরীতে দুর্বল হয়েছে ইউয়ান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়