শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে জবি ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস

নীলপদ্ম রায় প্রান্ত

প্রকাশিত: ১৮:১২, ২০ মে ২০২৩

পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে জবি ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস

ছবি: ইন্টারনেট

সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দিতে জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। অন্য কেন্দ্রের পরীক্ষার্থীরা যদি ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন তাহলে তাদেরকেও নির্দ্রিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে এমন সার্ভিস চালু।

এ ছাড়াও পরীক্ষার্থীদের ব্যাগ, ঠান্ডা পানির ব্যবস্থা, ইলেকট্রনিকস ডিভাইসসহ তাদের সঙ্গে আসা অবিভাবকদের সার্বিক সহযোগিতা করছে শাখা ছাত্রলীগ।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি বলেন, কেউ যদি নির্দ্রিষ্ট পরীক্ষা কেন্দ্র ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে চলে আসে তাহলে তাকে কেন্দ্রে পৌঁছে দিতে আমরা জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছি। তিনি আরও বলেন, ঠান্ডা পানির ব্যবস্থা, অবিভাবকদের সার্বিক সহযোগিতা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সদা প্রস্তুত।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সে নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ রাখা, ইলেকট্রনিকস ডিভাইস নিরাপদে রাখার ব্যবস্থা করেছে। এ ছাড়াও জেলা ছাত্রকল্যাণ কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে তারাও যেন সার্বিক সহযোগিতা করে পরীক্ষার্থীদের।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আবেদন করেছেন ২১০৬৫ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষা দিচ্ছেন ১২৮৪৫ পরীক্ষার্থী। এছাড়াও ক্যাম্পাসের বাইরে তিনটি উপকেন্দ্রেও কিছু শিক্ষার্থী পরীক্ষা দেবেন। তিনটি উপকেন্দ্র হলো উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল, নটরডেম কলেজ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পরীক্ষা দেবেন ৩৩৯৬ জন, নটরডেম কলেজে পরীক্ষা দেবেন ৩১০৪ জন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেবেন ১৭২০ জন ভর্তিচ্ছু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়