
ছবি সংগৃহীত
চলছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। জমকালো এই আসরকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠছেন ফুটবলপ্রেমীরা। এরই ধারাবাহিকতায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্রাজিল সমর্থক শিক্ষার্থীদের মধ্যেও।
কাতার বিশ্বকাপে জয়ের প্রত্যাশায় প্রিয় দল ব্রাজিলকে শুভ কামনা জানিয়ে পতাকাসহ আনন্দ মিছিল, বাইক শোডাউন, র্যালি করেছেন নোবিপ্রবির ব্রাজিল সমর্থক বিভিন্ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের থেকে আনন্দ মিছিল বের করেন তারা। বিভিন্ন স্লোগানে মেতে ওঠে ক্যাম্পাস। পরে আনন্দ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। এসময় ফটোসেশন করেন ব্রাজিল সমর্থকরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের নিয়ে বিভিন্ন বিভাগে ব্রাজিল ফ্যানস ক্লাব কমিটি গঠন করা হয়।পাশাপাশি ক্যাম্পাসের হলগুলোতে ব্রাজিলের পতাকা আঁকেন শিক্ষার্থীরা।