শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৮ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে তালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৬, ১৪ নভেম্বর ২০২২

৮ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে তালা

ছবি সংগৃহীত

আলাওল হলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে আবাসিক শিক্ষার্থীরা। পানির ফিল্টার স্থাপন, টয়লেট সংস্কার ওয়াই-ফাই সংযোগসহ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে তারা।

সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।

ছাত্ররা জানান, আলাওল হলে টয়লেটের অবস্থা খুবই খারাপ। অপরিস্কার থাকায় টয়লেটে যাওয়া যায় না। ইন্টারনেট সংযোগের জন্য হলে ওয়াইফাই লাইন থাকলেও তা কাজ করে না। এসব সমস্যা সমাধানের লক্ষে হলের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করা হয়।

দাবিগুলো হলো, আগামী কর্মদিবসের মধ্যে হলের বাথরুম সংস্কার, প্রতিটি ব্লকে একটি করে পানির ফিল্টার স্থাপন, প্রতি মাসে একবার পানির ট্যাংকি পরিষ্কার, হলের সামনে হাউজের পানি নিয়মিত পরিষ্কার, হলের প্রতি ব্লকে ওয়াই-ফাই স্থাপন, চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা, হলের কর্মচারীদের কাজের তদারকি প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।

আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক . মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ‘ছাত্ররা বিভিন্ন দাবিতে তালা দিয়েছে। পরে আমরা আশ্বাস দিলে তারা তালা খুলে দেয়। আমরা নিয়মিত হলে তদারকি করছি। বিভিন্ন সংস্কার চলমান রয়েছে। আশা করছি কাজ শেষ হলে এসব সমস্যার সমাধান হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়