ছবি সংগৃহীত
উইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন জাকের আলী অনিক। দুই ম্যাচে করেছেন মাত্র ২২ রান। অফসাইডের বল লেগে টেনে খেলার প্রবণতা নিয়ে সোশ্যাল মিডিয়া ও গ্যালারিতে উঠেছে তীব্র সমালোচনা।
তবু বাংলাদেশ অধিনায়ক লিটন দাস তাঁর সতীর্থের ওপর আস্থা রাখছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, “কামব্যাকের একটাই উপায়—সাহস রাখা। চিন্তিত হলে নেতিবাচক ভাবনাই আসবে। নিজেকে সময় দিতে হবে, ইতিবাচক থাকতে হবে। আমি বিশ্বাস করি, জাকের শীঘ্রই ফিরে আসবে, ভালোভাবেই আসবে।”
লিটনের মতে, একজন খেলোয়াড়ের কয়েকটা খারাপ ম্যাচ মানেই সে ব্যর্থ নয়। তিনি বলেন, “যে খেলোয়াড়রা দলে আছে, সবাই পরীক্ষিত। এমন ২-১টা সিরিজ খারাপ যেতেই পারে। বারবার খেলোয়াড় বদলালে ফল একই থাকবে। যারা অনেক দিন ধরে খেলছে, তাদের নিয়েই এগোতে হবে।”
জাকের ও তাওহিদ হৃদয়দের লেগ সাইডে টেনে খেলার প্রবণতা নিয়েও কথা বলেন লিটন। “স্কিল যত বাড়বে, তত ভালো। কখন ব্যবহার করবেন, সেটা পরিস্থিতি নির্ভর। এখনকার ক্রিকেটে ব্যাটারদের সুইপ, রিভার্স সুইপ খেলতে জানতে হয়। আমাদেরও সেদিকে কাজ করতে হবে,” বলেন বাংলাদেশ অধিনায়ক।































