বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সিরিজ বাঁচাতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২৯ অক্টোবর ২০২৫

সিরিজ বাঁচাতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

ছবি সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হারের পর আজ চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

প্রথম ম্যাচে রান তাড়ায় ব্যর্থতার কারণে আজ একাদশে পরিবর্তন আসতে পারে। জাকের আলী অনিককে সুযোগ দেওয়া হতে পারে, আর বাদ পড়তে পারেন শামীম হোসেন পাটোয়ারী বা নুরুল হাসান সোহান। টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, শামীম বা সোহানের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছে।

পেস আক্রমণে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে, তার জায়গায় দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। স্পিন বিভাগে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের জায়গা অনেকটাই নিশ্চিত।

অন্যদিকে, প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক/শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়