মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, বৈশাখ ৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারত ম্যাচের পরিকল্পনা থেকে বাদ ফাহমিদুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ১১:১৩, ১৯ মার্চ ২০২৫

ভারত ম্যাচের পরিকল্পনা থেকে বাদ ফাহমিদুল

ছবি সংগৃহীত

ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরাও তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি এই তরুণ ফুটবলার। জানা গেছে, তিনি ফিরে গেছেন ইতালিতে।

বয়সে তরুণ হওয়ায় তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরিয়ে রাখছেন কোচ কাবরেরা। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনো বাফুফের নজরদারিতে রয়েছেন।

দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়