
ছবি: ইন্টারনেট
বিশ্বকাপে এসে জয় কী জিনিস যেন ভুলে গিয়েছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে উড়ে যাওয়ার পর দ্বিতীয়টিতে বাংলাদেশের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছিল ইংলিশরা। সেটাই শেষ। এরপর টানা পাঁচ ম্যাচ জয়হীন থেকে সেমিফাইনালের আগে বিদায় নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
অবশেষে অষ্টম ম্যাচে এসে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ইংলিশরা।
পুনেতে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭৯ রানে অল আউট হয়েছে ডাচরা।