
ছবি সংগৃহীত
ব্যাট হাতে যেন দুর্দান্ত লিটন দাস। বাংলাদেশের পক্ষে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন ডানহাতি এই ব্যাটার। এবার দেশের ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।
বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেন লিটন। শুধু টি-টোয়েন্টি নয়, দেশের হয়ে যে কোনো ফরম্যাটে এটি দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল আশরাফুলের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন সাবেক এই ব্যাটার।
এর আগে, সিরিজ নিশ্চিতের ম্যাচে বাংলাদেশ তাদের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে আয়ারল্যান্ড তাদের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় দলে ঢুকেছেন ফিউন হ্যান্ড।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড স্কোয়াড
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিউন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।