বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, চৈত্র ১৬ ১৪২৯

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ১৯ মার্চ ২০২৩

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো পাকিস্তান

ফাইল ফটো

আগামী এপ্রিলে বাংলাদেশ সফর করবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সেই সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার (১৯ মার্চ) এই দল ঘোষণা করে পিসিবি।

গত বছরও বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান যুব দলের। এবারের সফরেও পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। পাঁচটি ওয়ানডে ম্যাচে পাশাপাশি একটি করে টি-টোয়েন্টি টেস্ট ম্যাচ খেলবে তারা।

৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চারদিনের ম্যাচ খেলবে এই দুই দল। মে চট্টগ্রামে হবে সিরিজের প্রথম দুই একদিনের ম্যাচ। এরপর রাজশাহীতে যাবে তারা। যেখানে শেষ তিন একদিনের ম্যাচ একমাত্র টি-টোয়েন্টি হবে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: সাদ বাগ, আলী আসফান্ড, আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আযান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন ওয়াহাজ রিয়াজ।

রিজার্ভ ক্রিকেটার: আবিদুল্লাহ, ইকরামুল তারিন, মুহাম্মদ জুলকিফাল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়