শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আইসিসি থেকে সুখবর পেলেন লিটন-শান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ১৫ মার্চ ২০২৩

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আইসিসি থেকে সুখবর পেলেন লিটন-শান্ত

ছবি: ইন্টারনেট

ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর আইসিসি থেকে বড় সুখবর পেয়েছেন লিটন দাস নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের ্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (১৫ মার্চ) প্রকাশ করেছে আইসিসি। সেখানেই বড় লাফ দেন এই দুই ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন শান্ত। প্রথম ম্যাচে ৩০ বলে ৫১ রান করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। পরের দুই ম্যাচে যথাক্রমে অপরাজিত ৪৬ এবং অপরাজিত ৪৭ রান করেন তিনি। এই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে টি-টোয়েন্টি ্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়ে বর্তমানে ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি।

অন্যদিকে, লিটন দাস প্রথম দুই ম্যাচে ১২ আর রান করলেও শেষ ম্যাচে খেলেন ৭৩ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন তিনি। এটা তার আগের সেরা ্যাঙ্কিং ছিল।

এদিকে, বোলারদের ্যাঙ্কিংয়ে অনেকটা ওপরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। সিরিজে উইকেট নেয়া মুস্তাফিজ ধাপ এগিয়ে আছেন ২০তম স্থানে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়