মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, আষাঢ় ১৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সৌদির কাছে হারের পর যা বললেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২৩ নভেম্বর ২০২২

সৌদির কাছে হারের পর যা বললেন ডি মারিয়া

ছবি সংগৃহীত

সৌদি আরবের কাছে হেরে টানা জয়ের রেকর্ড থেকে ছিটকে গেল আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল তাদের ঝুলিতে।

ম্যাচ হারের পর এবার গণমাধ্যমের সঙ্গে ডি মারিয়া বলেন, আর্জেন্টিনা - গোলে জিততে পারত। ম্যাচের প্রথমার্ধেই আর্জেন্টিনার তিন গোল বাতিল হয় অফসাইডের কারণে। প্রথমার্ধে যে একটি গোল হয় সেটিও পেনাল্টি থেকে পায় আর্জেন্টিনা।

আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু আমরা সেটি কাজে লাগাতে ব্যর্থ হই। তাদের বিপক্ষে আমরা সহজেই -০তে জিততে পারতাম। তারা আমাদের রক্ষণে দুই-তিনবারের বেশি আসেনি।

সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের কারণে মেক্সিকো পোল্যান্ড ম্যাচ এখন আর্জেন্টিনার জন্য ফাইনাল। ডি মারিয়া জানান, শেষ দুই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্সটাই দেবে তার দল।

তিনি আরও বলেন, ‘এখনো দুই ম্যাচ বাকি আছে, যেটি আমাদের জন্য ফাইনাল। আমরা নিজেদের সেরাটা দেখিয়েই এগিয়ে যাব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়