
ছবি সংগৃহীত
দোহার লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। তবে বিরতি থেকে ফিরেই সমতা ফেরায় সৌদি আরব। ম্যাচের ৪৮ মিনিটে ফেরাস আল ব্রিকানের বাড়িয়ে দেওয়া বল থেকে দূরের পোস্ট দিয়ে গোল করেন সালেহ আল শেহরি।
ম্যাচের ৫৩ মিনিটের মাথায় এগিয়ে যায় সৌদি আরাব। এবার গোল করেন আল-দাওসারী। এই গোলে ২-১ গোলে এগিয়ে গেল আরবের দেশটি।
এর আগে, প্রথমার্ধ শেষে সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে থাকার কথা আর্জেন্টিনার। তবে লিওনেল মেসিরা এগিয়ে আছে ১-০ গোলে। ম্যাচের বাকি তিনটি গোলই বাদ হয়েছে অফসাইডে। যেখনে একটি গোল ছিল মেসির ও দুইটি লাওতারো মার্টিনেজের।
ম্যাচের দশম মিনিটেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। ২২ তম মিনিটে আরও একবার জালে বল জড়িয়েছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
এরপর ২৮ মিনিটে সৌদির জালে বল জড়ান লাওতারো মার্টিনেজ। কিন্তু অফসাইডে এবারও বাতিল হয় গোলটি। ভিআরএ চেকে গোলটি বাতিল করেন রেফারি। ৩৪ মিনিটের মাথায় আরও একবার অফসাইড থেকে গোল করেন মার্টিনেজ। একে একে তিনটি গোল বাতিল হয় আর্জেন্টিনার।
ম্যাচের প্রথম মিনিটেই সুযোগ তৈরি করেন মেসি। তার নেওয়া শট রুখে দেন সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইস।