শনিবার ০৪ মে ২০২৪, বৈশাখ ২১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোটর সিটি চ্যাম্পিয়ানশিপে খেলবেন রয়্যাল রেঞ্জার্সের শোভন চৌধুরী 

শেখ ফরিদ

প্রকাশিত: ১৪:৫৭, ৩১ আগস্ট ২০২২

আপডেট: ১৬:১৭, ১ সেপ্টেম্বর ২০২২

মোটর সিটি চ্যাম্পিয়ানশিপে খেলবেন রয়্যাল রেঞ্জার্সের শোভন চৌধুরী 

ছবি সংগৃহীত

মোটরসিটি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মোটর সিটি চ্যাম্পিয়ানশিপ (এমসিসি) ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। 

রাজ্যের ওয়ারেন এবং ডেট্রয়েট শহরের মোট ৪টি মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি, যা শেষ হবে ৪ সেপ্টেম্বর। তবে ৫ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে হিসেবে রেখেছেন কর্তৃপক্ষ। 

এবারের টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট ১০টি দল অংশ নেবে। 
দলগুলো হচ্ছে— 
১.এশিয়া ইউনাইটেড, 
২.মিশিগান চিতা, 
৩.র‍্যাপ্টরস, 
৪.ডেট্রয়েট রয়্যালস, 
৫.মোটরসিটি ইউনাইটেড, 
৬.টার্মিনেটরস সিসি, 
৭.লন্ডন রাইডার্স, 
৮.জর্জিয়া টাইগার্স, 
৯.বাংলাদেশ টাইগার্স এবং 
১০.ফ্রেন্ডস ইউনাইটেড। 

এবারের টুর্নামেন্টেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি খেলোয়াড় অংশগ্রহন করবেন। তাদের মধ্যে বাংলাদেশের স্বনামধন্য কর্পোরেট ক্রিকেট ক্লাব রয়্যাল রেঞ্জার্সের অধিনায়ক শোভন চৌধুরী থাকছেন এবারের আসরে। রয়্যাল রেঞ্জার্স এবং রয়্যেল ক্যাফে এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন রেঞ্জার্স এর অধিনায়ক রুপক রঞ্জন তালুকদার।
 
এছাড়া জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে তাপস বৈশ্য, ইম্রুল কায়েস,নাসির হোসেন, ইলিয়াস সানী, এনামুল হক জুনিয়র,আরিফুল হক, আলী সামাদ সাকের ও পিনাক ঘোষের মতো তারকা খেলোয়াড়।

চ্যাম্পিয়ন, রানার্সআপসহ টুর্নামেন্টের প্রাইজমানি থাকছে ৫৫,০০০ ডলার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়