শনিবার ০৪ মে ২০২৪, বৈশাখ ২১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কমনওয়েলথের টেবিল টেনিস ইতিহাসে নতুন বাংলাদেশ

শেখ ফরিদ

প্রকাশিত: ১৫:৩৯, ৩০ জুলাই ২০২২

কমনওয়েলথের টেবিল টেনিস ইতিহাসে নতুন বাংলাদেশ

ছবি সংগৃহীত

কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসে বাংলাদেশের সফলতা ছিলো তলানিতে। সেই তলানি থেকে গায়ানাকে হারিয়ে বার্মিংহামে দলগত ইভেন্টে ছেলেদের টেবিল টেনিসে ইতিহাসে ১মবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। 

শুক্রবার (২৯ জুলাই) রাতে গায়ানার ক্রিস্টোফার ফ্রাঙ্কলিন ও জনাথান ফন ল্যাংগে জুটিকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশের মোহতাসিন আহমেদ হৃদয় ও রামহিমলিয়ান বম। এতে তারা উঠে যায় শেষ আটে।  

আজ শনিবার (৩০ জুলাই) বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে হৃদয় ও রামহিমলিয়ান। লড়াইটা সেমিফাইনালে ওঠার।

১ম গেমে গায়ানার কাছে ১১-৬ পয়েন্টে হেরে গেলেও ২য় গেমে ৯-১১ পয়েন্টের জয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩য় গেমে এসেও ৯-১১ পয়েন্টে জয় পায় হৃদয়েরা।তবে ৪র্থ গেমে ৩-১১ পয়েন্টে জয় পায় গায়ানা।

৪র্থ গেম হেরে গেলেও ৫ম গেমে হৃদয় ও রামহিমলিয়ান তুলে নেয় ১০-১২ পয়েন্টে। মোট ৫ গেমে ৩-২ ব্যবধানে জিতে কমওয়েলথে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে বাংলাদেশের হৃদয়-রামহিমলিয়ান জুটি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়