বুধবার ২৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বন্দর ও এলডিসি নিয়ে সিদ্ধান্তের অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: তারেক রহমান

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২৬ নভেম্বর ২০২৫

বন্দর ও এলডিসি নিয়ে সিদ্ধান্তের অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: তারেক রহমান

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বন্দর ইস্যু হোক বা এলডিসি থেকে উত্তরণ ধরনের দীর্ঘমেয়াদি কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের নেই। তিনি মনে করেন, জনগণের ভোটে নির্বাচিত নয় এমন সরকার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।

চট্টগ্রাম বন্দরের দুটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর এবং ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়ে শুরু হওয়া বিতর্কের পর সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি প্রতিক্রিয়া জানান।

তারেক রহমান বলেন, এসব সিদ্ধান্তের প্রভাব বহু বছর স্থায়ী হবে। অথচ যে সরকার জনগণের ম্যান্ডেট পায়নি, তারা কৌশলগত সব বিকল্প বন্ধ করে দিচ্ছে। তিনি দাবি করেন, এলডিসি থেকে উত্তরণে সময় বাড়ানোর সুযোগ আন্তর্জাতিক নীতিতেই আছে, কিন্তু সরকার আলোচনার ক্ষমতাকে সীমিত করে ফেলছে।

চট্টগ্রাম বন্দরের বিষয়ে তিনি বলেন, এটি নিয়মিত প্রশাসনিক কাজ নয়, বরং জাতীয় সম্পদ নিয়ে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, যারা এখানে বাস করে এবং বিশ্বাস করেসবার আগে বাংলাদেশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়