মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এনসিপির নেতৃত্বে ডিসেম্বরে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসছে

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ২৫ নভেম্বর ২০২৫

এনসিপির নেতৃত্বে ডিসেম্বরে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসছে

ছবি সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে নতুন রাজনৈতিক জোট গঠনের প্রস্তুতি চলছে। এনসিপির নেতৃত্বে পাঁচটি দল প্ল্যাটফরম ইতিমধ্যেই আলোচনা চূড়ান্ত করেছে। জোটটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে ডিসেম্বরে।

শীর্ষ সূত্রগুলো জানায়, তৃতীয় এই শক্তিতে থাকছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং গণতন্ত্র মঞ্চের আরেকটি দল। গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি দলের সঙ্গেও আলোচনা চলছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, রাষ্ট্র সংস্কার জুলাই সনদের প্রতি ইতিবাচক অবস্থানই জোট গঠনের মূল ভিত্তি। সফলভাবে জোট গঠন হলে এটি দীর্ঘমেয়াদে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য চাপের দল হিসেবে কাজ করবে। জাতীয় নির্বাচনেও জোটবদ্ধভাবে লড়াই করার পরিকল্পনা রয়েছে।

গত অক্টোবরে জোট গঠনের প্রক্রিয়া থেমে গেলেও এবি পার্টি, আপ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন যৌথভাবে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি চালিয়েছে। চলতি মাসে পল্টনে অনুষ্ঠিত ছয় দলের বৈঠকেও জুলাই সনদকে প্রধান আলোচ্য হিসেবে তুলে ধরা হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, কয়েক দিনের মধ্যেই জোটের ঘোষণা আসবে। আরও কয়েকটি দল আগ্রহ দেখানোয় প্রক্রিয়া কিছুটা সময় নিচ্ছে। তিনি নিশ্চিত করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে নতুন জোট একসঙ্গেই অবস্থান নেবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়