শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী সরকারের দমন পীড়নের শিকার: ফখরুল

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ২৮ মার্চ ২০২৪

বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী সরকারের দমন পীড়নের শিকার: ফখরুল

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বর্তমানে ৮০ ভাগ নেতাকর্মী এই সরকারের দমন পীড়নের শিকার। সারাদেশেই এখন বিএনপি নেতারা ভয়ে আছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপর আন্দোলনে খুন, গুম পঙ্গুত্বের শিকার ব্যক্তির পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের উপর দমন নিপীড়ন আর নির্যাতনকেই ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার বানিয়েছে সরকার। যার প্রথম শিকার হলেন বেগম খালেদা জিয়া। সরকার বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সময় গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, এই শক্তিকে পরাজিত না করলে মুক্তি পাওয়া সম্ভব না। কাউকে হতাশ না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়