বুধবার ০২ জুলাই ২০২৫, আষাঢ় ১৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মুখে বঙ্গবন্ধুর সৈনিক, মঞ্চে উঠলে ভুলে যাই: ওবায়দুল কাদের

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ১৮ জানুয়ারি ২০২৩

মুখে বঙ্গবন্ধুর সৈনিক, মঞ্চে উঠলে ভুলে যাই: ওবায়দুল কাদের

ছবি: ইন্টারনেট

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুখে বলি বঙ্গবন্ধুর সৈনিক, নেতা হয়ে মঞ্চে উঠলে আদর্শের কথা মনে থাকে না।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নেতাদের ভীড়ে আসল কর্মী চেনা দায়। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মীবাহিনী দরকার। বাংলাদেশের জন্য সুশৃঙ্খল আওয়ামী লীগ চাই।

আওয়ামী লীগকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। যারা চাঁদাবাজিতে মাস্তানি করবে তাদের সাথে কোনো আপস নয়, তাদের বিরুদ্ধে লড়াই চলবে। মুখে আওয়ামী লীগের আদর্শ লালন করবেন অন্তরে সে আদর্শ লালন করবেন না তেমন নেতার দরকার নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে- সুনামি এনে সরকার হটাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে। বিএনপির হতাশা থেকে অসুস্থতার শুরু হয়েছে। ৫৪ দলের ৫৪ মতে বিভক্ত।

তিনি বলেন, হতাশায় বিএনপির বাজার ভেঙে যাচ্ছে, বিএনপির জোটের বাজার ভেঙে যাচ্ছে, এ হতাশার জোট দিয়ে শেখ হাসিনা সরকার হটানো দূরাশার বাণী।

সেতুমন্ত্রী বলেন, সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। সরকার নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না, নির্বাচন করবে নির্বাচন কমিশনার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোথাও নেই, অহেতুক তত্ত্বাবধায়কের কথা ভুলে যান, আইন দ্বারা ঘটিত নির্বাচন কমিশনের পদত্যাগ প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, বিএনপির অস্বাভাবিক আবদার পরিবর্তনে সাপোর্ট না দেওয়ার কারণেই নির্বাচন কমিশন চায় না। বিএনপিকে নির্বাচনে আসবেই, সব হারিয়ে আসবেন।

এসময় ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ধ্বংস করার শক্তি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেই মন্তব্য করে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ওবায়দুল কাদের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়