
ফাইল ফটো
আগামী ১০ ডিসেম্বর রাজধানীর আরামবাগে গণসমাবেশের জন্য মৌখিকভাবে অনুমতি চেয়েছে বিএনপি। এ কথা নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।
তিনি বলেন, বিএনপি আমাদের কাছে আরামবাগে সমাবেশ করার জন্য মৌখিকভাবে অনুমতি চেয়েছে। তবে আরামবাগে বড় কোনো মাঠ নেই। আরামবাগের রাস্তাতে অনুমতি চেয়েছে। তবে আমরা কোনো রাস্তায় সমাবেশের অনুমতি দেবো না।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প হিসেবে আমরা আরামবাগের কথা বলেছি। আশা করছি সরকার সেখানে অনুমতি দিবে। আর অনুমতি না দিলে আমরা নয়াপল্টন এলাকায় অবস্থান করবো।
তিনি আরও বলেন, আমরা সাফ জানিয়ে দিয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবো না। কারণ অতীতেও নয়াপল্টনে হয়েছে। এখন এখানে অনুমতি দিতেতো কোন সমস্যা হওয়ার কথা না।