শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কোনো সমাবেশে নাশকতা হয়নি বরং বাধা দিচ্ছে সরকার: ফখরুল

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ৫ ডিসেম্বর ২০২২

কোনো সমাবেশে নাশকতা হয়নি বরং বাধা দিচ্ছে সরকার: ফখরুল

ছবি সংগৃহীত

ব্যাংক লুটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে আওয়ামী লীগ। অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার ( ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি' কেন্দ্রীয় কাউন্সিলে একথা বলেন তিনি।

বিএনপি কত টাকা নিয়ে সমাবেশ করছে, ওবায়দুল কাদেরের এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, যারা লুটে জড়িত তারাই এর উত্তর দেবে। তিনি জানান, বিএনপির কর্মসূচি ঘিরে কোনো নাশকতা হয়নি। কিন্তু জনসমাগম দেখে ভয় পায় আওয়ামী লীগ।

মির্জা ফখরুল বলেন, আপনারা গত ১৪ বছরে গণলুট করেছেন। সেটা আপনারা বলতে পারবেন। আমাদের ১৮ বছরের কিশোর থেকে ৮০ বছরের বৃদ্ধ সমাবেশে যোগ দিয়েছে। ধান বিক্রি ঠেলাগাড়ি চালানোর টাকায় আমাদের সমাবেশ হয়েছে।

সময় সরকার পতনের আন্দোলনে ঐক্য ধরে রাখার আহবানও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী। আমাদের আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে। এবার সেই আগের মতো হবে না। মানুষ জেগে উঠেছে। ৭১ সালের মতো এবার গণতন্ত্র রক্ষায় একজোট হয়ে মাঠে নেমেছে। আমরা যুগপৎ আন্দোলন করবো। সবাই একমত হয়েছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়