রোববার ১০ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্বপ্নের দেশে নয়, মৃত্যুর দুয়ারে ফেরা: বাহারের স্বজনদের মর্মান্তিক মৃত্যু

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১৬:৫৫, ৬ আগস্ট ২০২৫

স্বপ্নের দেশে নয়, মৃত্যুর দুয়ারে ফেরা: বাহারের স্বজনদের মর্মান্তিক মৃত্যু

ছবি সংগৃহীত

আড়াই বছর পর দেশে ফেরা ওমানপ্রবাসী মো. বাহার উদ্দিনের আনন্দ মুহূর্তেই রূপ নেয় ট্র্যাজেডিতে। স্ত্রী, মেয়ে, মা-সহ পরিবারের সাত সদস্য বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

বুধবার ( আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাহার উদ্দিনকে বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। চালক দুর্ঘটনার পর পালিয়ে যান।

নিহতরা হলেনবাহারের স্ত্রী কবিতা আক্তার (২৪), মেয়ে মীম (), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা (), লামিয়া () এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী (২৫) তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ি।

দুর্ঘটনার সময় বাহার উদ্দিনসহ পাঁচজন জানালার গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারলেও বাকিরা আটকা পড়ে প্রাণ হারান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও নিজস্ব ডুবুরি না থাকায় তাৎক্ষণিক উদ্ধার সম্ভব হয়নি। পরে রেকার দিয়ে গাড়ি তুলে মরদেহগুলো উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, মাইক্রোবাসটিতে চালকসহ ১৩ জন ছিলেন। ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়