শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩, আশ্বিন ৭ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জঙ্গি ছিনতাই: সারাদেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ২০ নভেম্বর ২০২২

জঙ্গি ছিনতাই: সারাদেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ছবি সংগৃহীত

সারাদেশের অধস্তন আদালতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। ঢাকার আদালত থেকে জঙ্গিরা দুই আসামি ছিনিয়ে নেয়ার পরপরই নির্দেশনা দেয়া হয়।

রোববার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এর আগে ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে দুই আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা।সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেয়ার সময় চার আসামির মধ্যে দুইজনকে ছিনিয়ে নেয়া হয়।

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক অভিজিৎ রায় হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি তারা। ঢাকার নিম্ন আদালত এলাকায়পুলিশের চোখে স্প্রে মেরেতাদের নিয়ে পালিয়ে গেছে জঙ্গিরা।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়