শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, বৈশাখ ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নাইকো দুর্নীতি মামলার রায় আজ

আদালত প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

নাইকো দুর্নীতি মামলার রায় আজ

ছবি: ইন্টারনেট

দীর্ঘ সতের বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ- এর বিচারক রবিউল আলমের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি দুদক আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আদালত।

এই মামলায় খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন এবং খালাস হবে বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী আমিনুল ইসলাম।

নাইকো দুর্নীতি মামলায় দুদক ২০০৮ সালের মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়