ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গুলি করে হত্যার এক মামলায় সাত দিনের রিমান্ড শেষে সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকার মহানগর হাকিম মো. আলী হায়দার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সকালে সাতদিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক বায়েজীদ বোস্তামী। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।