শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৩, ৯ জুন ২০২৪

কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

রাজধানীর বারিধারায় ডিপ্লোমেটিক জোনে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হবার ঘটনায় আসামি কনস্টেবল কাওসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ই জুন) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরনীতে আছে, শনিবার (৮ই জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে আরেক পুলিশ সদস্য কনস্টেবল কাউসার। নিহত পুলিশ সদস্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন।

গুলির ঘটনায় সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়িচালক আহত হন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় রোববার (৯ই জুন) গুলশান থানায় মামলা করেছেন নিহত মনিরুল হকের ভাই মো. মাহাবুবুল হক। এতে কনস্টেবল কাওসার আলীকে আসামি করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়