সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নাইকো মামলা: ‘নথি দেখে দেখে’ সাক্ষ্য বন্ধে খালেদা জিয়ার আবেদন

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ৪ সেপ্টেম্বর ২০২৩

নাইকো মামলা: ‘নথি দেখে দেখে’ সাক্ষ্য বন্ধে খালেদা জিয়ার আবেদন

ছবি সংগৃহীত

নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতেনথি দেখে দেখেদুর্নীতি দমন কমিশনের (দুদক) সাক্ষীদের সাক্ষ্য নেয়া বন্ধ চেয়ে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সাক্ষীরা নথি দেখে সাক্ষ্য দিচ্ছেন, এমন অভিযোগ এনে সোমবার ( সেপ্টেম্বর) খালেদা জিয়ার পক্ষে এই আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন মো. শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই আবেদন করা হয়।

এর আগে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গেঅস্বচ্ছ চুক্তি মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে মামলাটি।

মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়