শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আমান ও টুকুর ১৩ বছর কারাদণ্ড বহাল চায় দুদক

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ১৪ নভেম্বর ২০২২

আপডেট: ১৭:২৮, ১৪ নভেম্বর ২০২২

আমান ও টুকুর ১৩ বছর কারাদণ্ড বহাল চায় দুদক

ছবি সংগৃহীত

দুর্নীতির মামলায় বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ২০ নভেম্বর ও আমান উল্লাহ আমানের সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দুদক বলছে, দুজনের সাজা যাতে বহাল থাকে তার চেষ্টা করবে তারা।

২০১১ সালে আমানকে খালাস দেয় হাইকোর্ট। ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাদের খালাস দেয়। ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়