
ছবি সংগৃহীত
টেকনাফে ব্যবসায়ীকে অপহরণ করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের মামলায় রায় আজ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজারের গোয়েন্দা পুলিশের (ডিবি) বহিষ্কৃত সাত সদস্যকে আদালতে তোলা হয়েছে।
কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে তোলা হয় তাদেরকে। দুপুরে রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট ফরিদুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, তৎকালীন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও আবুল কালাম আজাদ, এএসআই ফিরোজ, গোলাম মোস্তফা ও আলাউদ্দিন এবং দুই কনস্টেবল আল আমিন ও মোস্তফা আজম। আসামীরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
পিপি জানান, এ ঘটনায় ব্যবসায়ী আবদুল গফুর বাদি হয়ে এ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার প্রায় ১০ মাস ২০১৮ সালের আগস্টের প্রথম সপ্তাহে ডিবির সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ৫ সেপ্টেম্বর বিচারিক কার্যক্রম শেষে আজ ২০ সেপ্টেম্বর রায় ঘোষণা করার দিন ধায্য করেছিলেন বিজ্ঞ বিচারক।