শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

১১ দিন পর জবি শিক্ষার্থীর ছিনতাই হওয়া ফোন উদ্ধার

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩, ৩ আগস্ট ২০২২

১১ দিন পর জবি শিক্ষার্থীর ছিনতাই হওয়া ফোন উদ্ধার

ছবি সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে একটি যাত্রীবাহী বাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে আসার পথে শিক্ষার্থী পারিসা আক্তারের মোবাইল ফোন ছিনতাই হয়। ঘটনার ১১ দিন পর তার ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সময় ছিনতাইকারীকেও গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার ( আগস্ট) রাতে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ফোন উদ্ধার ছিনতাইকারীকে আটকের খবরে উচ্ছ্বসিত পারিসা। তিনি বলেন, ফোন পাওয়াটাই আমার কাছে মুখ্য বিষয় ছিল না। আমি খুব কষ্টে আমার গবেষণাপত্র জমা দিয়েছি। আমি চাই এই চুরি-ছিনতাইয়ের স্থায়ী সমাধান হোক। আমার মতো যেন আর কেউ এমন ঘটনার শিকার না হয় সেই নিশ্চয়তা চাই। বাংলাদেশ থেকে চুরি-ছিনতাই শব্দ মুছে যাক।

গত ২১ জুলাই মিরপুর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন পারিসা আক্তার। পথে কারওয়ান বাজার যানজটের মধ্যে ছিনতাইয়ের শিকার হন তিনি। পরে দ্রুত বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন। সময় পাশেই আরেকজনের মোবাইল ফোন ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। পরে ছিনতাইকারী তার সহযোগীকে পুলিশের হাতে তুলে দেন পারিসা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়