ছবি: ইন্টারনেট
সব জল্পনার অবসান ঘটিয়ে ৯৫ তম অস্কার আসরে সেরা সিনেমার পুরস্কার জিতে নিলো ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’।
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পরিচালিত এ সিনেমাটি ১১টি মনোনয়ন পেয়ে শীর্ষ অবস্থানে ছিল। তবে সেরা সিনেমার পুরস্কারের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে।
কারণ এবছর সেরা সিনেমার জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল — ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’, ‘এলভিস’, ‘দ্য ফ্যাবেলম্যানস’, ‘টার’, ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ ও ‘উইমেন টকিং’-এর মতো সিনেমা।
‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’ মূলত অ্যাডভেঞ্চারধর্মী সিনেমাটি। এর গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।
সেরা সিনেমা ছাড়াও ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’–এর পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।
সিনেমার প্রধান অভিনেত্রী মিশেল ইয়ো পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এবারের আসরে মোট ৭ শাখায় পুরস্কার পেয়েছে সিনেমাটি।
চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা )। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।