বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জবিতে ২২ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ৩০ জুলাই ২০২২

জবিতে ২২ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা শুরু

ছবি: সংগৃহীত

দেশের ২২ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির পাবলিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ।

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় শুরু হয়েছে এই ভর্তিযুদ্ধ। দেশের মোট ১৯ টি বিশ্ববিদ্যালয়ে 'এ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এ ভর্তিযুদ্ধ। প্রথম দিন ভর্তি পরীক্ষায় প্রায় ১ লাখ ৬১ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

সকাল ১০টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সুবিধার্থে সব কেন্দ্রেই রাখা হয়েছে মেডিকেল টিম। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে অভিভাবকরাও সন্তুষ্ট বলে জানান। যেকোনো এক জায়গায় পরীক্ষা হওয়ায় ভোগান্তি লাঘব হয়েছে অভিভাবক শিক্ষার্থীদের।

জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে লাখ ৯৪ হাজার ৫২৪টি। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্তইউনিটে। এই ইউনিটে লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়