ছবি সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য ১২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদন করেছে। সোমবার (৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
প্রতিষ্ঠানগুলো হলো— ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান–ডিকে, আমার ডিজিটাল ব্যাংক–২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট–রবি, আমার ব্যাংক (প্রস্তাবিত), অ্যাপ ব্যাংক–ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক–বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রি ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারি ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক–আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে আর্থিক খাতে কার্যকারিতা ও অন্তর্ভুক্তি বাড়াতে এই ডিজিটাল ব্যাংক চালু করা হবে। শাখা বা এটিএম ছাড়াই সব সেবা অ্যাপনির্ভরভাবে মোবাইল ও ডিজিটাল মাধ্যমে দেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩০০ কোটি টাকা। এ উদ্যোগের লক্ষ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণপ্রবাহ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।































