সোমবার ০৩ নভেম্বর ২০২৫, কার্তিক ১৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আরও কমলো এলপি গ্যাসের দাম

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ২ নভেম্বর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

ছবি সংগৃহীত

ভোক্তা পর্যায়ে আবারও কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আগের দাম ছিল ১,২৪১ টাকা, যা এবার কমিয়ে ১,২১৫ টাকায় আনা হয়েছে। এর আগে গত ৭ অক্টোবরও এলপি গ্যাসের দাম ২৯ টাকা কমানো হয়েছিল।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ১ টাকা ১৯ পয়সা কমে এখন দাম দাঁড়িয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা (মূসকসহ)।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর নভেম্বর মাসের প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি (Contract Price) ৪৬৫.২৫ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৭ দফায় বেড়েছিল এবং ৪ দফায় কমেছিল। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়