বুধবার ০২ জুলাই ২০২৫, আষাঢ় ১৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাশেদ খান মেনন ও মমতাজের ব্যাংক হিসাব জব্দ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ১৫ অক্টোবর ২০২৪

রাশেদ খান মেনন ও মমতাজের ব্যাংক হিসাব জব্দ

ছবি সংগৃহীত

সাবেক সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগম এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব জব্দ করা ব্যক্তি তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে। চিঠিতে রাশেদ খান মেনন মমতাজ বেগমের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়