সোমবার ১৪ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

যাত্রী সংকটে ঢাকা-কলকাতা ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪

যাত্রী সংকটে ঢাকা-কলকাতা ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

ছবি সংগৃহীত

বাংলাদেশে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম সীমিত করায় ঢাকাকলকাতা রুটে বিমানপথে যাত্রী কমেছে। এতে লোকসান ঠেকাতে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাউল ইসলাম গণমাধ্যমকে তথ্য জানান।

তিনি বলেন, ভিসা না পাওয়ায় বাংলাদেশ থেকে অধিকাংশ যাত্রী ভারতে যেতে পারছে না। ফ্লাইটগুলোতে যাত্রী অর্ধেকেরও কম। সেজন্য সোমবার থেকে কলকাতা রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

ভিসা কার্যক্রমে গতি এলে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

২০১৬ সালের ডিসেম্বরে ঢাকাকলকাতা রুটে ফ্লাইট চালু করে নভোএয়ার। ২০২০ সালে কোভিড মহামারীর সময়ে এই রুটে কিছুদিন ফ্লাইট বন্ধ রেখেছিল নভোএয়ারের।

যাত্রী খরায় বাংলাদেশ থেকে আরেক বেসরকারি এয়ারলাইন্স ইউএসবাংলার ঢাকাকলকাতা রুটে ১৪টি ফ্লাইটের জায়গায় চলছে ছয়টি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টির থেকে কমিয়ে সাতে নামিয়েছে। কমেছে ঢাকাচেন্নাই ঢাকাদিল্লি ফ্লাইট সংখ্যাও।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়