শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী: ইইউ রাষ্ট্রদূত

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী: ইইউ রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুইটলি বলেছেন, বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৪ বিলিয়ন ইউরোর বিনিয়োগ রয়েছে। সোমবার ( ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায় তাদের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাড়ুক। নিয়ে অর্থমন্ত্রী দায়িত্ব নেয়ার পরপরই তার পরিকল্পনা জানতে পেরে আমরা বেশ আশাবাদী। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

তিনি বলেন, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে কাজ করছি আমরা। সেসব ক্ষেত্রে বাজেট সহায়তা নিয়েও কথা বলেছি। বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়