শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

 ৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ১ জুন ২০২৩

 ৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা

ছবি: ইন্টারনেট

আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা প্রাক্কলিত জিডিপির (৫০ লাখ হাজার ৭৮২ কোটি টাকা) ১০ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনকালে একথা জানান অর্থমন্ত্রী মুস্তফা কামাল।

এদিন অর্থমন্ত্রী আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেন।

অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎস থেকে লাখ ৩০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এনবিআর বহির্ভূত সূত্র থেকে কর রাজস্ব প্রাক্কলন করা হয়েছে ২০ হাজার কোটি টাকা। কর-বহির্ভূত খাত থেকে রাজস্ব আহরিত হবে আরও ৫০ হাজার কোটি টাকা।

প্রসঙ্গত, চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল লাখ ৩৩ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটেও অপরিবর্তিত রয়েছে।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়