শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্বর্ণের দর নিম্নমুখী

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ১৫ মার্চ ২০২৩

স্বর্ণের দর নিম্নমুখী

ছবি: ইন্টারনেট

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে।  যুক্তরাষ্ট্রের ডলার শক্তি ফিরে পাওয়ায় নিম্নমুখিতা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত ভোক্তা মূল্য রিপোর্টে দেখা গেছে, মূলস্ফীতি এখনও চড়া রয়েছে। তাতে লাগাম টানতে সুদের হার বাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সেটা কি পরিমাণ হতে পারে তা নিয়ে মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন ব্যবসায়ীরা। স্বর্ণের দাম কমার এটিও অন্যতম কারণ।

বুধবার (১৫ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯০০ ডলার ৯৭ সেন্টে।

আগের কার্যদিবসেও (মঙ্গলবার) তা কমেছিল। আউন্সে দাম ১৯০০ ডলারের নিচে নেমেছিল। কিন্তু এর আগের দিন বেড়েছিল।  

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক শতাংশ। প্রতি আউন্সের দাম নিষ্পত্তি হয়েছে ১৯০৫ ডলার ১০ সেন্টে।

এদিন ডলার সূচক বেড়েছে শূন্য দশমিক শতাংশ। এতে বিদেশি ক্রেতাদের কাছে বুলিয়ন ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে।

আগামী সপ্তাহে বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে ফেড। মে মাসেও একই পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এমন আভাসে ডলারের তেজ কমেছে। ফলে স্বর্ণের দাম কমেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়