বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি অভিবাসী গ্রেফতার

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ২৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১৩:৩০, ২৮ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি অভিবাসী গ্রেফতার

ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ১৩২ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (২৬ এপ্রিল) রাজ্যের পাসির গুদাং এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তাহির শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে ওই এলাকার একটি নির্মানস্থলে ‘অপস মাহির’ নামে একটি অভিযানের সময় স্থানীয়দের কাগজপত্র পরীক্ষার পর ১৩২ বাংলাদেশীসহ আরও ৭৬ বিদেশিকে আটক করে তারা।

আটককৃতদের মধ্যে ১৩২ জন বাংলাদেশি ছাড়াও রয়েছে চীনের ৫৩ জন, মিয়ানমারের ১০ জন, পাকিস্তানের ৬ জন, ইন্দোনেশিয়ার ৩ জন ও ভিয়েতনামের ২ জন। সবার বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মালয় অভিবাসন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী ব্যবস্থা  নেয়া হবে।

চলতি বছরের জানুয়ারি থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়