শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বন্যার পানিতে ডুবে আমিরাতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ১ আগস্ট ২০২২

আপডেট: ১৪:৪৮, ১ আগস্ট ২০২২

বন্যার পানিতে ডুবে আমিরাতে বাংলাদেশি নিহত

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বন্যার পানিতে ডুবে সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বন্যার পানিতে ডুবে সাজ্জাদের মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই সৈয়দ মো. মোরশেদ। 

মো. মোরশেদ বলেন, বুধবার সকাল থেকে ফুজাইরায় ভারি বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় শহরের বেড়িবাঁধ ভেঙ্গে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এ সময় সাজ্জাদ তার অপর দুই সহকর্মীসহ সিকাম কাম এলাকায় কাজ সেরে ফেরার পথে ফুজাইরাহ মলের সামনে থেকে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। বাকি দু'জন কোন রকমে আত্মরক্ষা করেন। সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে সাজ্জাদের লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ফুজাইরাহ হাসপাতালের হিমঘরে পাঠান।

নিহত সাজ্জাদ চৌদ্দ বছর ধরে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। তিনি সানাইয়ার আব্দুল করিম অটো ওয়ার্কশপে লেদমেশিন ফোরম্যান হিসেবে কাজ করতেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

নিহত সাজ্জাদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদন্ডী গ্রামের সৈয়দ মোহাম্মদ ফরিদের ছোট ছেলে।সাজ্জাদের স্ত্রী বর্তমানে ভ্রমণ ভিসায় ফুজাইরা অবস্থান করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়