ছবি সংগৃহীত
টানা তিন ম্যাচ হার দিয়ে শুরু হয়েছিল ভারতের নারী বিশ্বকাপ অভিযান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে তারা—প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত।
অধিনায়ক হারমানপ্রীত কৌর এই জয়ের কৃতিত্ব দিলেন পুরো দলকে। তিনি বলেন, “আমরা পরপর তিনটি ম্যাচে হেরেছিলাম, সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। কিন্তু দলের সবাই নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল। দিন-রাত খেটে আমরা একসঙ্গে লড়েছি।”
হারমানপ্রীত বলেন, এই জয় শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের প্রেরণাও। “এই সাফল্য আমাদের দরকার ছিল। এখন চাই জেতাকে অভ্যাসে পরিণত করতে। এটা শেষ নয়, বরং শুরু।”
ফাইনালে দীপ্তি শর্মা ও শেফালি ভার্মার পারফরম্যান্স নিয়েও প্রশংসা করেন তিনি। বলেন, তাদের অলরাউন্ড নৈপুণ্যই ভারতকে নতুন ইতিহাস লিখতে সাহায্য করেছে।































