
ছবি সংগৃহীত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের নেতৃত্ব পেয়েছেন লিটন দাস। রোববার (৪ মে) বিকেলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেই এ খবর জানিয়েছে বিসিবি।
গত বছর বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলেও ইনজুরির কারণে ছিলেন না শান্ত।
ফলে ওই সিরিজটির জন্য বাংলাদেশ দলের অধিনায়কত্ব সামলান লিটন দাস। তার নেতৃত্বে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল।
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক কে হবেন সেটি নিয়ে গত কিছুদিন আলোচনা ছিল। লিটনের সঙ্গে আলোচনায় ছিলেন তাসকিন আহমেদও। তবে টাইগার এই পেসার গোড়ালির ইনজুরিতে ভুগছেন। কবে মাঠে ফিরবেন সেটি এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই পূর্ণ মেয়াদে নেতৃত্বে ফিরলেন লিটন।
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরুর কথা জানিয়েছে বিসিবি।