ছবি সংগৃহীত
ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকায় আসতে পারেন সাকিব আল হাসান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্রে এ তথ্য জানা যায় ।
ভারত সফর কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে লাল বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। হত্যা মামলার আসামী হওয়ায় দেশে আসা–যাওয়ার জন্য নিরাপত্তা চান সাকিব। তৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়ে ছিলেন সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা তাদের কাজ নয়।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্দেশে সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দেন। এরপর থেকে ক্রীড়া উপদেষ্টা বেশ কয়েক দফা গণমাধ্যমে জানান দেশের নাগরিক হিসেবে পূর্ণ নিরাপত্তা রয়েছে সাকিবের। এরপরই দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেন বিশ্ব সেরা অলরাউন্ডার। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে সাকিব আল হাসান বিদায় জানাবেন।