ছবি: ইন্টারনেট
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টিম টাইগার্স জেতা ম্যাচ হেরে জেতেই বসেছিল। যদিও শেষমেশ জয় উঠেছে টাইগারদের খাতায়ই। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ তারিখ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে সে ম্যাচে ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু পরের তিনটা ম্যাচও খুব গুরুত্বপূর্ণ। সাউথ আফ্রিকার বিপক্ষে নতুন করে পরিকল্পনা করে আবার আসতে হবে। ভালো ক্রিকেট খেলা ছাড়া উপায় নাই। বিশেষ করে আমরা ব্যাটাররা সবাই যদি পরের ম্যাচে অবদান রাখতে পারি, তাহলে ভালো কিছু হবে।
শান্ত আরও জানিয়েছেন, এই ম্যাচটা আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে।
তিনি বলেন, এ ধরনের ম্যাচ জিতলে তো অবশ্যই সবার কনফিডেন্স থাকে। যেহেতু এই ম্যাচটা আমরা জিততে পেরেছি, সবার একটা বাড়তি আত্মবিশ্বাস তো থাকবেই। এই আত্মবিশ্বাসটা নিয়ে যদি পরের ম্যাচে যেতে পারি, আশা করব অবশ্যই ভালো কিছু হবে।