ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে আজ (বুধবার মধ্যরাতে) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে দুপুরে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রাসহ টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের সদস্যরা। ফটোসেশনে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এছাড়া, ফটোসেশনে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও।
দুপুরের ফটোসেশনের আগে মিরপুর স্টেডিয়ামে আজ শেষ অনুশীলন করেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
আগামী ২ জুন থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নবম আসর। ৮ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে গ্র“প পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ যাত্রা। ১০ জুন গ্র“প পর্বের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ জুন তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর ১৭জুন গ্র“প পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।